ঐ
দ্যাখ
ওরা সব
কেড়ে নিচ্ছে,
দখল করে নিচ্ছে,
মায়ের কোলের শিশু
কিম্বা কলেজের যৌবন।
নিঃস্ব করে দিচ্ছে, নিংড়ে নিচ্ছে।
কব্জির উপর থেকে দখল হয়েছে আগেই।
ওরা কেড়েছে লাল,সবুজ,গেরুয়া।
বিবেক ওদের কব্জি ক্রিত।
বাকি শুধুই ধূষর, ঊষর
নিঃস্ব রিক্ত ভবিষ্যৎ।
প্রতিবাদের রং
যোগান
দেবে
কে?
রচনাকাল : ০৬/১২/২০১৫