আমি শুয়ে শুয়ে ভাবি
বিশ্ব করবো জয়,
বাঁচা মরা নিয়ে তবে
এত কেন ভয়।
জন্ম যদি দিলে প্রভু
কেন রোগ দাও?
কর্ম করে পুজি তব
কি যে তুমি চাও!
নিজ জন করে কষ্ট
খুব ছোটাছুটি
ডাক্তারের পেট ভরে
সব যেন নোট-ই
তুমি দাও একবার
ডাক্তার বার বার
জীবনের লেনদেন
পাই যেন পুনর্বার।
ডাক্তার ভগিবান
তবে তুমি কি?
ফুল বেলপাতা নিয়ে
সব তবে মেকি!
কেউ বলে তুমি নাই
পুজো নামে ফূর্তি
হাসপাতালে থাকে কেন
মা কালি মুর্তি?
ডাক্তার কেন বলে
ভগবান ভরসা
শেষ চেষ্টা করে দেখে
চিকিৎসার ভাষা।
রোগীকে মাঝে রেখে
মাঝে মাঝে মানি
যম এবং ডাক্তারে
করে টানাটানি।

রচনাকাল: ২৯/১১/২০১৫


ব :দ্রঃ  নার্সিংহোম এ একটা মাইনর অপারেশনের পর বেডে শুয়ে  শুয়ে ছড়া কবিতাটি লেখা। আপনাদের ভালোলাগা আমার আরোগ্য লাভ ।