বনগাঁর বুকের উপর কত ইছামতি!
অনর্গল বহে চলে আপন বেগে,
কত কচুরীপানা দলবেঁধে এসেছে-
দখল করেছে ইছামতির বুক,
ধব ধবে-নির্ভয়ে,
জমাট বাঁধা রক্তের মতো।

নদী তার আপন বেগে টেনে নেয়
কচুরীদলকে মোহনার দিকে।
আপদ-শ্বাপদ বাঁধা মানেনা।

জমানো ব্যাথা বুকে চেপে
নিজপথে চলে সাগরের আশায়,
কী আশে যায় তার কচুরোপানায়
সে তো বারে বারে মরে না।


রচনাকালঃ ১৬/১০/২০১৫