আলো আধারে খেলা
চলে সারা বেলা,
কখনো সিন্ডিকেট
কখনো পম্পেট
মনে ধরে জ্বালা।

মৃত্যুর মিছিল
চলে পিলপিল
দুয়ারে দাড়ায়ে
হৃদয় সরায়ে
হাসি খিলখিল।

ছানি পড়া চোখে
কে দাঁড়াবে রুখে
নিরীহ ক্রন্দন
মানবতা বন্ধন
আমি আছি সুখে।

অত বড়ো চাঁদ
হবে বরবাদ
মেঘলা আকাশ
তুফান বাতাস
অর্থেই ফ্যাসাদ।

জাতের অহংকার
জেগে ওঠে বারবার
ক্ষুধার্ত পেটে
চাঁদে কি মেটে
স্বরাজ অধিকার?


রচনাকাল : ১৭/১১/২০১৫