একই আকাশ
একই বাতাস
একই ভূমি তল
এপারে তুমি
ওপারে আমি
মাঝে বহে জল।
স্বদেশীরা পর
ছেড়ে বাড়িঘর
হই ভিনদেশী
মিঁয়াভাই,হিন্দু
এক রক্ত বিন্দু
আজ পরবাসী।
দিবস রজনী
ওপারে সজনী
চোখ ভরা কুয়াশা
অনিকেত সন্ধ্যা
ভিটেমাটি বন্ধ্যা
ফিরে পাবো? দূরাশা!
হে বিশ্ব জননী
মানুষ করনি
স্বার্থের সন্তান
তব জমিন 'পরে
আকাশ ভাগ করে
ক্ষমতায় বলীয়ান।
রচনাকালঃ ২৭/১০/২০১৫