আমি স্বপ্ন বেচতে চাইনা
       বাবু স্বপ্ন বেচতে চাইনা,
কর্ম করেই খাবো আমি
       দয়া ভিক্ষা চাইনা।
ঝড় ঝাপটা রোদ বৃষ্টি
       যতই আসুক ঘরে,
শিরদাড়াটা সোজা রাখি
       বিশ্ব দ্বরবারে।
সব নিয়েছে দস্যু কেড়ে
       গায়ের জামা প্যান্টাও,
মেরুদন্ড খাড়া রবে
       নিলে নিক জীবনটাও।
বাড়ি ঘর কেড়ে নিলেও
       থাকবে সারা বিশ্ব,
মনোবলে হারাবো তোমায়
       যতই করো নি:স্ব।


রচনাকালঃ ১৪/১১/২০১৫