প্রিয় সুকুমার,
কিছু মনে করোনা
"হেড অফিসের বড়ো বাবুর"
"গোঁফ চুরি" নিয়ে মাতামাতি না করে,
ভাবছি-
"আধমরা দের ঘা মেরে" বাঁচাবো-
গুরুদেব-
"মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে"।
আবার
" হাজার বছর ধরে পথ "
হাটার ইচ্ছা আমার নেই জীবনান্দ।
কারণ
"মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে"।
"এ বিশ্বকে এ শিশুর বাস যোগ্য"
করে যেতে পারবো কিনা জানিনা সুকান্ত।
তবুও,
ইকবাল তোমার মতো করে চেচাবো,
বলবো,"ইনকিলাব"।
তাই,
"একবার মাটির দিকে..."
তাকাতে চাই বীরেন্দ্র বাবু।
মন বারবার কেঁদে ওঠে বিনয়,
তাই হৃদয় বলে ওঠে
"ফিরে এসো চাকা"।
ঠাকুর,
"নিষ্ফল হতাশের দলে"
নাই বা থাকলাম।
রচনাকাল : ১৩/১১/২০১৫