আর কতবার মরবে?
জন্মেছিলে তো একবারই।
এতবার মরছো কেনো?
নিজের গায়ে চিমটি কেটে দেখছো-
বেঁচে আছো কিনা?

যখন সবে হামাগুঁড়ি দিতে শিখেছিলে
আগুন তোমাকে ডাকতো,
কতবার হাত ধরতে চেয়েছো প্রদীপ শিখা
কখনো বাঁধা পেয়েছো, আবার
কখনো পুড়িয়েছো নিজের হাত।
কিন্তু তোমার নেশা-
এতটুকু কমেছিলো কি?

তবে আজ কেন এতো ভয় পাচ্ছো-
আগুন নিয়ে খেলতে।
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও
আগুন শিখা নিয়ে খেলতে হবে-
নতুনের আশায়।



রচনাকালঃ ১১/১১/২০১৫