আলোর নেশা পেলো আমার
যমুনা  তীরে  ঐ যে  খামার
     গোধূলী বেলে পরে,
চাঁদের  আলো জ্যোছনা রাতে
পাগোল পারা আলোর স্রোতে
      বান ডেকেছে ঘরে।

তন্দ্রাহরণী   যমুনা   ঘাটে
আলোর বেগে ছুটছে মাঠে
     নিশি যাপন ছেড়ে,
মায়াবিনির আলোক ছায়া
মথিত মনে আসাড় কায়া
    হৃদয় নিল কেড়ে।

যমুনা জল উছলে ওঠে
নেশা ধরায় হৃদয় বাটে
   পূর্ণীমার ঐ ডাকে,
এবার বুঝি মরবো আমি
হাসছে যেন ঐ অন্তর্যামী
  আলো ফাঁকে ফাঁকে।



রচনাকালঃ ১০/১১/২০১৫


==================================

ছন্দ পরিচয় : স্বরবৃত্ত (৫/৫/৭)