লিখবো লিখবো
আমার লেখা মুক্তো হয়ে ঝরবেনা জানি,
আমি চাইওনা প্রেমের বাণী।
আমার কবিতার বৃষ্টি হোক এসিডের মতো,
পুড়িয়ে মারুক আগাছা আর পরাশ্রয়ীদের।
আমার কবিতার প্রতিটি অক্ষর বাণ ছুঁড়ে দেবে
আজকের মীরজাফরের বুকে।
নতুন শতাব্দীর পলাশী হোক,
আমার কবিতা।
মুক্ত নয়,
শক্ত হোক শব্দের তীর।
ভাসিয়ে দিক খর কুটো
বন্যার মতো।
রচনাকাল : ১০/১১/২০১৫
====================================
বিঃদ্রঃ আমার এই কবিতাটির নাম করন করেছেন আসরের সনাম ধন্য শ্রদ্ধেয় কবি দেবব্রত সান্যাল। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।