আঠারোই পা নিষেধ মানেনা
নতুন নতুন পরশ,
বক্ষে চাহুনি তনুমনে দাড়ি
ফুলঝুরি বাক্য সরস।
প্রেমে বিপ্লব আলোর সৈকত
ভাসায় যৌবনের পাল,
ব্যর্থ প্রেমিক অবুঝ চেতনা
রসের বশে বেসামাল।
আলপনা আঁকা কল্পনা শরীরে
গোপন আস্তানার খোঁজে,
শক্তির ক্ষয় বাহুমূল জোরে
কোমলতার ভাঁজে ভাঁজে।
নবিন বশে শয়ণে স্বপনে
কতবার প্রিয় এসেছে
মাতোয়ারা রাতে শরীরি খেলায়
শ্যামল বিছানা ভেসেছে।
যৌবন বড়ো দূরন্ত আবেগ
শরীরি চাহিদা মেটায়,
মৌন-মুখর সতেজ মননে
প্রেম সমীরণ উছলায়।
রচনাকালঃ ০৫/১০/২০১৫
================================
ছন্দপরিচয় : স্বরবৃত্ত ছন্দ (৫/৬/৯)