এবার জাগো,
দেওয়াল সরেনা,
সারাদিনের শ্রম বিফলে যাবে।
ঘুরে দাঁড়ানো দরকার।
একবার মাটির দিকে তাকাও
ভুমিষ্ঠ হাতগুলো তোমার অপেক্ষায়।
সমতল তোমাকে চায়,
জঙ্গল তোমাকে চায়,
পাহাড় তোমাকে চায়
তাদের পা-
আর পেছনে যাবে না।
মেঘের কাছে গর্জন চাও
বাতাসের কাছে গতি
বিদ্যুতের ঝলক আর
মরুর রূক্ষতা নিয়ে ছুটে যাও
জঙ্গল থেকে পাহাড়ে।
বিষন্নতা-আড়ষ্টতায়
বিপ্লব আসেনা।
রচনাকালঃ ৩০/১০/২০১৫