আজ আর আনন্দ নয়
বিষাদের উৎসব চাই।
দুম-দাম শব্দের খেলা
খোলা আকাশের ছায়ায়
আজ আর কবিতা নয়
বিষণ্ণতা গোটাটাই।
শব্দ তাণ্ডবে কথা ফুলঝুরি
সারা রাত মুখোরিত,
কবিতা পাতায় ঠিকানা হারায়
বাক্য বানে জর্জরিত,
খবরহীন খোলা বারান্দায়
প্রসব কবিতা মৃত।
আজ তাই আনন্দ নয়
শুধু বৃষ্টির নেশা চাই,
কল্পতরু গল্প হবে
দৌরাত্মের বেসুর বন্যায়,
ধর্মভীরু কর্ম রবে!
নৈরাজ্যের আঙিনায়।
রচনাকালঃ ৩১/১০/২০১৫