বেল পাকলে কাকের কী!
জানা আছে কামদুনির।
কে বলেছে-
ন্যাড়া বারবার বেল তলায় যায়না ?
তাহলে ভুলেছো অভয়া !
নেই মামা থেকে যদি কানা মামা ভালো হতো
তবে সিঙ্গুর হতো না ।
আবার যদি বলো
দুষ্টু গরুর থেকে শূণ্য গোয়াল ভালো-
বামেরা ক্ষমতা হারাতো না।
কাকস্য পরিবেদনা!
নাকি-
সবুরে মেওয়া ফলে?
ধৈয্যের ফল নাকি মিষ্ট হয়,
কিন্তু সেই ফল যদি পোকায় কাটা হয়!
অমৃত সমান হবে কি!
রচনাকালঃ ৩০/১০/২০১৫