এক এক্কে এক
বাচ্চা গুলো নামতা পড়ে
সর্বশিক্ষার রঙীন ঘরে
চুপটি করে দ্যাখ।
দুই এক্কে দুই
এই ছেলেরা বড়ো হয়ে
ডিগ্রীধারী শিক্ষা নিয়ে
চষবে স্বদেশ ভুঁই।
তিন এক্কে তিন
এদোর ওদোর কাজের তরে
অফিস পাড়া তন্ন করে
ছুটবে প্রতিদিন।
চার এক্কে চার
একটি পদে লক্ষ ছেলে
দু-চার লাখ ঘুসটি পেলে
নইলে বারংবার।
পাঁচ এক্কে পাঁচ
আবেদনেই যাচ্ছে টাকা
বাবার ট্যাঁক হচ্ছে ফাঁকা
চশমা ঘষা কাঁচ।
ছয় এক্কে ছয়
ট্রামে বাসে ঠারে ঠারে
এক পরীক্ষা বারে বারে
প্রশ্ন ফাঁসের ভয়।
সাত এক্কে সাত
রাজনিতীকদের ব্যবসার জন্য
বেকার জীবন দারুণ পন্য!
করছে বাজিমাত।
আট এক্কে আট
সেণ্ট পারসেণ্ট স্বাক্ষরতায়
কাস্তে কোদাল বিষন্নতায়
থাকছে চাষের মাঠ।
নয় এক্কে নয়
উচ্চ শিক্ষা ঘরে ঘরে
রাস্ট্রের মান উঁচু করে
বেকার জীবনটাই।
দশ এক্কে দশ
পড়তে থাকো কর্মক্ষেত্র
বেকার জীবন ফুঁটো পাত্র
মনটি করো বশ।
রচনাকালঃ ২৬/১০/২০১৫