জটলা পাকানো সেই
বেরবার পথ নেই।
ঠেলা গাড়ির আবর্জনা
ডাস্টবিনে আস্তানা
হাল্কা চালে সস্তা জমানা।
দরজাহীন ঘরের সমারোহ।
লাল নীল সবুজ অহোরহো।
বন্দি প্রাণ নিষ্ফলা
বেরবার পথে ছলাকলা।
ক্ষমতার রঙিন মন্ত্রণা
অবাধ্য সন্তান যন্ত্র-না
বিপ্লবের সঙ্গম চেতনা
বাঁধভাঙা উল্লাস বেরসিক
বিবেক তাড়না অস্বাভাবিক।
রচনাকালঃ ২৩/১০/২০১৫