সজ্জিত সংসারের অন্তরালে
কত নাটকের সূত্রপাত!
পূর্বপুরুষের স্মরণপঞ্জী
কাগজ কুড়ানীর ঝোলায়।
ইলেক্ট্রনিক সাজে বিষ্মিত
শহর স্থুলকায়,
সবুজের চাদর খুলে
গঞ্জেও থাবা বসিয়েছে কংক্রীট।
সরল নিষ্পাপ মননে
বিষ-বাষ্পের সঞ্চারণ।
ইতিহাস বড়ো নির্মম-নিষ্ঠুর,
বিয়গান্ত নাটকের নিশানা।
রচনাকালঃ ২৩/১০/২০১৫