কলা গাছের মতো বাড়ছে সে,
বাড়ছে চোখের সামনে
হু-হু করে বেড়ে উঠছে।

ওই তো,
বক্ষ যুগল দুলে উঠলো,
এখুনি হয়তো তেড়ে ফুড়ে
সর্বনাশ ঘটাবে।
দ্যাখো দ্যাখো-
লতিয়ে উঠছে যৌবন,
হাতছানি দিছে
ভয়ংকর সর্বনাশা চিলেকোঠা।
শরীরের দোলন যেন থামছেই না।

ঐ তো পালটে গেল কণ্ঠস্বর,
এখুনি শুরু হবে সময়ের তরজা
নিবেদিত প্রেম
ঋতুর কারসাজি!
রক্তের স্রোত যেন থামতেই চায় না।


রচনাকালঃ ১৬/১০/২০১৫