শরৎ কালে
শিউলি ফুলে
দ্যোদুল দুলে
ঊঠলো যেন মন
মনের ভুলে
খোলা চুলে
হাওয়ার তালে
পুজোর বৃন্দাবন।
সকল কাজে
বাজনা বাজে
হৃদয় সাজে
মায়ের আগমন
ধরার বক্ষে
মাতৃ পক্ষে
মোদের বক্ষে
অসুরের নিধন।
আজও কত
দানব যত
অসুর শত
মায়ের দেখা কই?
মা কী তবে
নীরব রবে
অসুর সবে
দাপিয়ে বেড়ায় ওই।
গরীব দুখী
থাকে ভুখি
ধনীর সুখই
বড়ো মা তোর কাছে
পুজোর তরে
ঘরে ঘরে
দাদারা ধরে
চাঁদার জুলুম আছে।
ধনীর ঘরে
পার্টি করে
চিয়ার্স করে
সঙ্গে থাকে নারী,
তুলছে চাঁদা
গিলছে গাদা
খুনি দাদা
নইলে পুড়বে ঘরই।
রচনাকালঃ ১৫/১০/২০১৫