আসন্ন সমরের এ কী হাতছানি
সম্মুখে দাঁড়িয়ে নির্বাক ধরণী।
বিলীন ছায়া্রা পদপ্রান্তে অন্ধ
বিপন্ন আলোকে বারুদের গন্ধ।
বিবেক বিক্রীত শৈশব আমরণ
মন্দের কিনারায় বাহিত জীবন।
অন্ধের জষ্ঠিসম সে পুস্তকবন্দি
ইঁদুর দৌড়ে সর্বদা জয়োফন্দি।
কাকস্য পরিবেদনা সস্তার যুক্তি
ভাইয়ের রক্তে কলঙ্ক মূক্তি!
বিষ্ময়ে হতবাক ধরনীর স্রষ্টা
চারিপাশে দীর্ঘায়ূ অপসরা ভ্রষ্টা।
মেদিনী দ্বিখণ্ডিত কর্মের গ্লানী
বাক্যবানে বিদ্ধ সরলতা হানী।
দ্বাবিংশ শতকে পরিণত ধরা
মানবের মাঝে মস্ত সে খাঁড়া।
আগ্রাসী মানবতা যুদ্ধং মনন
আদম ইভের বন্য সে জীবন।
রচনাকালঃ ০৭/১০/২০১৫