আজ এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
আসিয়াছি মাগো তোমারি পদপ্রান্তে,
মুক্তি নয় শক্তিতে ভ'রো মম হৃদয়,
থাকি যেন তোমারি ছায়ায় জীবনান্তে।
খর্গ তোমার ধার শূন্য
এ কথা যাদের মুখে,
প্রেম ঢেলে পূর্ণ করো
শূন্য সে সব বুকে।
পাপকে যেন ঘৃণা করি,
প্রেম বিলাবো পাপীকে
তোমারি আশীষে রাখি
পাপ মূক্ত ধরনিকে।
তোমারি পদে যেন মাথা রেখে মরি
অন্তিম শ্বাসবায়ূতে মা মাখানো স্বর,
তব মন্দির তলে জ্বেলে রাখি প্রদীপ
আলোয় ভরাবো বিশ্ব দাও এই বর।
রচনাকা : ২৯/০৯/২০১৫