এই তো বেশ চলছে ভালো
খাচ্ছি-দাচ্ছি
ঘুরছি

দাদা দিদি নেতা নেত্রীর
কথা মতোই
চলছি।

পেটো বোমা রিভলবারে
মিটিং মিছিল
চালাই

আমার দেখা জড়ো সড়ো
পুলিশ মামা
পালায়।

কেউ আমার ধরবে নাকো
ঝান্ডা নিয়ে
থাকি

খুন ধর্ষণ তোলাবাজি
একটিও নেই
বাকি।

স্যার পেটানো ছাত্র আমি
উজ্জ্বল আমার
মুখ

করিত্কর্মা ছেলের গর্বে
বাবা ফোলায়
বুক।

দাদা আমার মাথার উপর
পায়ে সকল
পড়শি

কাম শক্তির তরে পাতি
নারী  ধরা
বড়শি।

অস্ত্র সস্ত্র বন্দুক নিয়ে
মিটিং মিছিল
করি

ভোট এলেই কদর বাড়ে
বাজারে ঝাপিয়ে
পড়ি।




রচনাকাল :২২/০৯/২০১৫