সরে যাব ঠিক, চলে যাব একদিন
রেখে যাব স্মৃতি আর প্রিয় জিন।
অনেক তো লড়াই হল, এবার থামি
এতদিনে বুঝেছি যে, স্মৃতিটাই দামী।
অগ্নিতে ভষ্ম হবে সাধের এ নধর দেহ
রজনীগন্ধা সাথে নিয়ে কাঁদবে কেহ কেহ।
পদচিহ্ন নেবে জানি আলতা ছাপ দিয়ে
বিদায়ের অশ্রু আর ‘হরে রাম’ দিয়ে।
যা কিছু আপন আমার দেবেনা তা কিছু
তবে কেন হুটোপুটি অর্থের পিছু পিছু!
তাই ভাবি বসে বসে কিছু রেখে যাব
নিয়েছি তো অনেক,তার কিছুটা ফেরাবো।
রচনাকালঃ ০৫/০৪/২০১৫