যা এখনো করতে পারনি,
আজ আবার চেষ্টা কর।
মাকড়শা কখনই হাল ছাড়েনা
প্রথমে তাকে শূন্যে নামতে হয়
সুতো ছাড়তে ছাড়তে,
কোন অবলম্বন সে পায়না, প্রথমে-
পর্যাপ্ত,পরিশ্রমের ফসল
অপূর্ব সুন্দর শিকারী ধরা জাল।
দেশ দেশান্তরের খড় কুটো
চঞ্চুতে বহন করে বাবুই।
ক্লান্তহীন পরিশ্রমে জন্ম নেয়
তালপাতায় ঝুলন্ত বাসা।
বাবুই-এর বাসার বুনন
একদিনে কখনই হয়না।
যা পারনি, যা পারনা-
আবার চেষ্টা কর,
ঈশ্বরপ্রদত্ত তোমার মস্তিষ্ক
কারোর থেকে কম নয়।
ব্যর্থতা সফলতার চাবিকাঠি।
রচনা কালঃ ১৬/০৪/১৫