জন্ম দিলেই মা হওয়া যায়
ছোট্ট শিশু সন্তানের
স্নেহ মমতা বিলিয়ে দিলেই
মাতৃ ভক্তি সম্মানের।
বক্ষ রসে পুষ্ট শিশু
মায়ের মতো হয়
সন্তান সুখে মায়েদের
কষ্ট সইতে হয়।
মা যদি হয় মায়ের মতো
সন্তান কেন নয়
বয়স কালে মায়ের কেন
বেঁচে থাকার ভয়?