খড় কুটোকে জড়িয়ে ধ’রে
         ভেসে যাওয়া প্রাণ
জীবন জলে হাবুডুবু
         ধুলোর আস্তরণ।
সোজা হয়ে দাঁড়াতে চায়
         কোমল মেরুদন্ড
কাদের দেখে শিখবে তুমি
         সবই প্রায় ভন্ড!
অগাধ জলে তলিয়ে যাবে
         দেখবে সবাই চেয়ে
সাপের মুখে পড়তে হবে
         উঠলে মই বেয়ে।
উপদেশ আর বাধা নিষেধ
         বিনামূল্যে পাবে
শনি মঙ্গল দেখে শুনে
        যাত্রা পথে যাবে।
রওনা হবার প্রাককালে
        হঠাৎ হাঁচি পেলে
বাঁধা-বিঘ্ন হবেই হবে
        থেমে না গেলে।
গুরু জনের কথা যদি
        না শুনে পথ চলো
পূর্ণ জীবন শূন্য হবে
        সবই তোমার গেলো।



রচনাকালঃ ১৫/০৭/২০১৫