শুনতে পেলাম আসরেতে হচ্ছে আয়োজন
নতুন একটি বিষয় নাকি হবে সংযোজন।
'মা'কে নিয়ে লিখতে হবে নতুন কবিতা
আবৃত্তিকারের কণ্ঠে এবার শুনতে পাবো তা।
নেচে উঠলো আমার হৃদয় নতুন আনন্দে
এই সাইটে মা-কবিতা সকাল এবং সন্ধ্যে।
অনেক কবি লিখছে শত মায়ের জয়োগান
বাংলা কবিতার আসর যেন ফিরে পেল প্রাণ।
সকল কবি জমা দিন মায়ের ভালোবাসা
স্ব-কবিতা পরের মুখে শুনতে পাবার আশা।
প্রিয় কবি শিমূল শুভ্র সত্যিই সে উদ্যমী
এডমিনকে ভালোবাসা সে আরো সংযোমী।


রচনাকালঃ ০৯/০৯/২০১৫