তোমারই হস্তে শিখেছি অক্ষর
তোমারই মুখে শব্দ গো
তোমারই ছায়ায় তোমারই মায়ায়
বেড়েছি স্বপনে কর্মে গো।
প্রেমে স্নেহে বুকের ছোঁয়াতে
রেখেছো আমার যত্নেতে
শিখায়েছো বিচরণ মানবতা আচরণ
থাকি যেন কর্ম ধর্মতে।
আশীষ চাই পিতা
তোমারই চরণে ঠাঁই দিও
উচ্চ শিরে যেন
মালা দিতে পারি তব
আমার প্রণাম নিও।
তোমার আদর্শে নিজ পরিবারে
থাকি যেন সদা সুখে
তোমারই ছায়ায় তোমারই মায়ায়
থাকিবো তোমার বুকে।
রচনাকালঃ ০৪/০৯/২০১৫