গ্যালোন গ্যালোন প্রতিবাদ আছড়ে পড়ে
উত্তাল জনসমুদ্রের ঢেউয়ের সাথে দেশান্তরে।
অসংখ্য প্রতিবাদি ঢেউ আছাড় খাবে তটে
জন্মাবে হাজার হাজার 'বনধ বিরোধী' ধর্মঘটে।
পথ অবরোধ করতে পারবে না কোন শক্তি
প্রতিবাদী ভাষা সেদিন সমাজকে দেবে মুক্তি।
ভাসিয়ে দেবে নাগরিক কীট বিষাক্ত নর্দমা
কালিমালিপ্ত সভ্যতায় থাকবে শুধু প্রেম জমা।
প্রতিটি ঢেউয়ের বুকের জ্বালা হবে বর্ষিত
শান্ত সমাজে নতুন অরুণালোক হবে উদিত।



রচনাকালঃ ০২/০৯/২০১৫