কখনো ভাবিনি!এমনটা হবে জীবনে,
ভাবনার সীমানায় শুধু সুখ আর সুখ
কোন অবিশ্বাস স্থান পায়নি কখনো
স্থির বিশ্বাসে অটল গভীরতার মুখ।
আকাশের গভীরে সুতীব্র অন্ধকার
যদিও সেথা মহাসমুদ্রের আলোয়
ধূলিকণা হীন নিস্তব্দতা বিরাজমান,
গাছে তুলে দিয়ে কেড়ে নিলে মই।
দিনদিন অথৈ জলে ভাসছি আমি
হাবুডুবু জীবনের চোরা স্রোতে
দু’একটি খড়কুটো আঁকড়ে ধরেছি
তবুও তুমি চলেছো আমার বিপরীতে।
জানি তোমার মেঠো পথ শেষ হবেই
হৃদয়ের গভীরতায় থাকবে যতনে,
অন্ধকার উঠোনপ্রান্তে জ্বলবে প্রদীপ
একমাত্র আমার নিঃসঙ্গ নিঃস্তব্দ জীবনে।
রচনাকালঃ ০২/০৪/২০১৫