ঘুম ভেঙেছে সবে।
ঘুমের পর জেগে উঠলে
খুব আনমনা লাগে নিজেকে,
উদাসী মন আরো বিশ্রাম চায়।
গতানুগতিক গনিত বিদ্যায়
তবুও আবার চলতে হয়…
সুজনের বাক্যও দুর্বোদ্ধ হয়
ঘুম ভাঙার পরেও।
দুর্দমনীয় পর্দা ঘেরা পল্লব
ঝাপসা দৃষ্টি,
ভারী হয়ে আসে আঁখি পল্লব।
মস্তিষ্কে মরিচা পরেছে
দিনের আলো লাল হয়ে আসে
রাত্রের অন্ধকার আরো কালো হয়
মাথার ঊষ্ণতা বেড়ে যায়,
নিজের ভাবনাকে বন্দি রাখি
অন্যের কাছে।
জেগে ওঠার পর ম্যাড়মেড়ে লাগে
অদৃশ্য হাতছানি খুব টানে
সুদুর ধূষর অতীতে-
হাজার হাজার আলোকবর্ষ দূরে
পড়ে থাকে মন,
পৈত্রিক শরীর বর্তমানে।
ঘুম ভাঙার পর
হৃদয়ের নিঃসঙ্গতা।
রচনাকালঃ ২৯/০৩/২০১৫