বেলা যে পড়ে এলো
এবার নড়ে চড়ে বসো,
না বলা কথাগুলোর প্রাণ দাও।
বাক্যের নেশায় ছুটে যাও
টকবগে ঘোড়ার লাগাম ধরতে।

এবার ডুব দিতে হবে
ঝিনুকের সন্ধানে-
যে ঝিনুকের বুকের মধ্যে
লুকিয়ে আছে মুক্ত।
নোংড়া তো একটু লাগবেই।
জলে ভেজার ভয়ে
ঘাটে দাঁড়িয়ে থাকলে
সন্ধ্যা নেমে যাবে।
বিমূর্ত অন্ধকার গ্রাস করবে।

এবার চলো উঠে পড়ি
দিগন্তে ছুটতে হবে
না বলা শব্দের সন্ধানে।


রচনাকালঃ ০৯/০৪/২০১৫