চাইবোনা কোন কিছু আর কোন দিন
পাবার আশা ছেড়েছি দিবারাত্র
মৌনতার পথ ধ’রে কাটাবো প্রহর
মিশে যাব অনিবার্য ভৌতিক অন্ধকারে।
হয়তো আবার ভ্রমর বসবে ফুলে
সময়ের হাত ধ’রে ধুলো জমবে
দগ্ধ ধূষর ফ্যাকাসে স্মৃতির পাতায়।
এভাবেই ফুরিয়ে যাবে হৃদয়ের অন্ধকার।
আমি চাইবোনা সুখের আলতো পরশ
আশাকে আর কষ্ট দিতে চাইনা আমি
ব্যর্থতা আর খোঁজার নেশা পরিপূরক
শুধু হাতরে যাব হারিয়ে যাওয়া স্মৃতি।
রচনাকালঃ ০৩/০৪/২০১৫