সখের কবি হয়ে এলাম এই পাতায়
অফুরন্ত প্রেমে লিখে গেলাম খাতায়
        কবিতা কিনা জানিনা
        মাত্রা বা ছন্দ মানিনা
ভুল-ত্রুটি সব কিছু তুলে নিই মাথায়।


রচনাকালঃ ২৫/০৮/২০১৫