বুকটা ভরাট হলনা কিছুতেই
অদম্য ইচ্ছা হৃদয়ের শূন্যতা
মাংসপিণ্ডে বিলীন শরীরের আগুন
ফোঁস করার আগেই কালি শেষ!
নদীর নাব্যতা কমছে দিনদিন
শুধু রাতজাগা অনন্ত পিপাসা।
দলাপাকানো নিথর ভালোবাসা,
তীব্র দহনে জেগে ওঠে রাক্ষুসে আগুন
নুইয়ে পড়া প্রেম নির্লিপ্ত
বুকটা ভরাট হয়না কখনোই…।


রচনাকালঃ ০৩/০৭/২০১৫