প্রতিদিনের বিশ্ব সংসার
রক্ত মাংসের মানুষ দৃশ্যমান।
আবিস্কৃত ইতিহাস
সভ্যতার ভগ্নাবশেষ।
ফুলের দল কতকাল ধ’রে ফুটেছে
পাখিরা বাসায় ফেরে সান্ধ্যকালে।
রক্ত-মাংসের মানুষ
বিশ্বযুদ্ধে ব্যস্ত।
বিষ্ময়মাখা নিষ্পাপ চোখ
অপলক ল্যাপটপের পর্দায়
হামাগুড়ি দেওয়া হাত-
দেখতে চায়, পর্দার ওপার।
গভীর বিশ্বাস ও আস্থা
আন্দোলিত করে কোমল হৃদয়।
রচনাকালঃ ১০/০৭/২০১৫