এইভাবে চললে
গুহা যুগ এসে যাবে অদূরে।
আগুনের তোড়জোড়,
বিশ্বায়ণের আগ্রাসী প্রয়াস
বেড়েই চলেছে দিনদিন।
ক্রুশবিদ্ধ হচ্ছে সভ্যতা।
মনুষ্যত্ব কর্পুর সম।

কামাগ্নীর লালসাগ্নী
রেয়াত করেনা ষাটোর্দ্ধ মায়েদের।
প্রতিবাদ আছে, চিৎকার আছে
মোমবাতির মিছিল আছে
মৌন্যতা আছে,
নেই প্রতিকার।

প্রতি নিয়ত উষ্কানী
আর লাগাম ছাড়া শব্দের বোল্ডার।
কেউ বাপী সেন, কেউ সৌরভ
কাউকে বা সুদীপ্ত হতে হচ্ছে
এই ভাবে চললে
আবার গুহায় ঢুকতে হবে
নিশ্চিত পাথুরে জীবন।


রচনাকালঃ ৩০/০৩/২০১৫