তুমি কি ভুলেছো রাত্রি
দুঃসময়ের কথা
তোমারই বক্ষে পালিত যাত্রি
অসহায়ের ব্যথা।
সব হারিয়ে নিঃস্ব হল
তোমার শত পুত্র
ছলনা শিকারী কোল ভরালো
বিদেশীদের সূত্র।
দিকে দিকে ক্রন্দন ধ্বনি
মেদিনী অশ্রুসিক্ত
স্বামী হারা শোকাতুরা
নিঃস্ব এবং রিক্ত।
তুমি কি ভুলেছো রাত্রি
বন বাদাড়ের ভাষা
শত্রু নিধন মূল মন্ত্র
স্বাধীনতার আশা।
তোমার হৃদয় শূন্য করে
রক্ত গিয়েছে ভেসে
জহ্লাদসম শাসকেরা
উঠছে যেন হেসে।
তুমি কি ভুলেছো রাত্রি
বীর পুত্রের ধ্বনি
তোমার আমার চলার পথে
করেছে ওরা ঋণী।
ওদের গানে ওদের কথায়
জানায় শত প্রণাম
রাত্রি তুমি ধন্য হবে
পুত্রদেরই সমান।
রচনাকালঃ ১৫/০৮/২০১৫