চলতে চলতে শিখতে হয়
দেখতে দেখতে করতে হয়
আর মারতে মারতে…?

সমুদ্র জল ছাড়া অন্য কিছু
                 গ্রহণ করেনা কখনই
ঢেউয়ের সাথে ফিরিয়ে দেয় সবই
তটে এসে জমা হয় আবর্জনা

একা চলতে আসেনা কেউ
               দিন চুরি হবে
               রাত চুরি হবে
তবুও চলতে চলতে-
দেখতে দেখতে শিখতে হবে।


রচনাকালঃ ০৩/০৫/২০১৫