মন্দির মসজিদ গীর্জা খোঁজ তুমি যারে
গীতা কোরাণ বাইবেল হজ বা পাহাড়ে
         বহুরূপে বিরাজমান
         মর্ত্য বা আসমান
জীবে প্রেম করে দেখো পেয়ে যাবে তারে।



রচনাকালঃ ১০/০৮/২০১৫