টাকা মাটি,মাটি টাকা তবুও টাকার তরে
খুনোখুনি,লুটপাঠ মানুষে মানুষে করে
         অল্প করিস আহার
         ব্যাঙ্কে টাকার পাহাড়
ভেবে দ্যাখ ওরে মন জীবন কিসে গড়ে।



রচনাকাল : ০৮/০৭/২০১৫