মুখোমুখি তো বসতেই পারি
কিন্তু তারপর...

রাতের হৃদয়ে শুঁয়োপোকা
কমলার খোসা ছাড়ানোর স্বাদ
বিস্বাদ-বিষাক্ত।

বসন্তের কোকিল ভুলেছে সুর
নদীর বক্ষে শহরের আবর্জনা
রাস্তার ধারে মরা শিরিশ
কাটঠোকরার কয়েকটা ঠক্কোর।

যান জটে ব্যস্ত শহর
শুধু এম্বুলেন্সের হুইসেল
ট্রাফিক পুলিশের পাওনা
চড়-থাপ্পোড়!
স্বাক্ষী গাছেরা।

কী হবে মুখোমুখি হয়ে!




রচনাকালঃ ০৬/০৭/২০১৫