এডমিট কার্ডে সারমেয়
আই টি আই প্রশ্ন ফাঁস
পরীক্ষার্থিকে জেলে ভরো
নইলে দেশের সর্বনাশ।
প্রিয় কুকুর পাচ্ছে কষ্ট
কিডনি দুটি টালমাটাল
রোগী সরিয়ে কুকুর ভরো
মানুষের ঐ হাসপাতাল।
ডায়ালিসিস করতেই হবে
নইলে কুকুর বাঁচবেনা
হেপাটাইটিসে মরে মরুক
সাধারণ লোক জানবেনা।
রচনাকালঃ ০৩/০৭/২০১৫