অন্ধকার ফুঁড়ে যেদিন দেখেছি
চমকে উঠে কেঁদেছি কিছুক্ষণ
আমার কান্না,
তোমার যন্ত্রিণাক্লিষ্ট শরীর
তোমার চোখে দেখেছি হাসির ঝলক
আমি কাদছি-তুমি হাসছো।
সমস্ত যন্ত্রণা মুছে ফেলে
আমায় নিয়ে মেতেছো সারাক্ষণ।
তোমার ভালোবাসার ছায়ায়
নিজেকে তুলে ধরেছি আমি।
জানিনা সেই ভালোবাসা ফুরালে
আমার কী হবে?
তবে তোমার কান্নায়
আমার পথ পিছল নিশ্চিত।
আমার সমস্ত অন্যায়
ক্ষমা করবে জানি...
তুমি যে মা।


রচনাকালঃ ২৯/০৬/২০১৫