বৃথা আস্ফালন কেন যে করিস তোরা
সংসার শূন্য দেখো পূর্ণ বিপুল ধরা
    জীবন খাতা খুঁজে দেখো
    স্বল্প আয়ূ হিসাব রেখো
ক্ষণিকের অতিথি এ মর্ত্যলোকে মোরা।


রচনাকালঃ ৩০/০৬/২০১৫