কে তুমি হে? নদী তীরে আসন্ন সন্ধ্যায়
মৌনতার মূর্ত প্রতীক, বিমর্ষতায়
এলোকেশী নারী , অশ্রু সিক্ত আখিদ্বয়
ইছামতি কালোজলে ধিক্কার জানায়।
যে হৃদয়ে ঘটছে তোলপাড় প্রলয়
শান্ত করো মন, স্নিগ্ধতার আঙিনায়।
গুমোট উত্তাপ ও জমাট মেঘময়
আকাশ, তুফানকে আহ্বান জানায়।

তোমার  জীবনকে এনেছে এ রাস্তায়
মনুষ্য জীবন অতিবড় সাধনায়
ঈশ্বর দ্বারা তা ইহলোকে প্রাপ্ত হয়।
তুমি পরলোকে যাবে এক লহময়
ভেবে দেখো এই সুন্দর পৃথিবীময়।
তুমি কী হারবে? কী এমন ঘটনায়?


রচনাকালঃ ২৯/০৬/২০১৫