টিপ টিপ টিপ টাপুর টুপুর
বৃষ্টি ঝরে পড়ে
সোঁ সোঁ সোঁ বাতাস বহে
গাছের পাতা নড়ে।
ঝি ঝি ঝি নিঝুম রাতে
ঝিঝি পোকার ডাক
ঘোৎ ঘোৎ ঘোৎ পাশের বাড়ি
ডাকছে দাদুর নাক।
ঢিব ঢিব ঢিব বুক নিয়ে
পড়ছি আমি বই
থিক থিক থিক নদীর ধারে
কত উজুসে কই।
হড়মুড় মুড় ভাঙলো যেন
কাদের কুঁড়ে ঘর
তর তর তর ঢুবছে এবার
মরা নদীর চর
ঝপ ঝপ ঝপ ঝপাৎ করে
ভাঙলো নদীর পাড়
মাপ মাপ মাপ হে ঈশ্বর
এ কী তোমার মার?
টুপ টুপ টুপ খাটের উপর
ফুটো টিনের জল
ঝপ ঝপ ঝপ ঝপাৎ করে
ভাঙলো মাটির দেওয়াল।
ছম ছম ছম ভয়ে ভয়ে
বৃষ্টিতে কান পাতি
হায় হায় হায় হে ঈশ্বর
কাটবে কখন রাতি।
রচনাকালঃ ২৬/০৬/২০১৫