সব সময় দু’টি চোখ নজর রাখে
যেথায় যাই যাহা করি হিসাব থাকে
           শুধু দু’টি চোখ
           থাকে অপলক
তাড়া করে আমায় পাপ-পূন্যের ফাঁকে।


রচনাকালঃ ২৫/০৬/২০১৫