নেতা তুমি ক্ষমা পাবে যত দোষ কর
শিশু কন্যা পর নারী যাকে পার ধরো
       বাড়ী ঘর জ্বালিয়ে দেবে
       দাদা দিদির স্নেহ পাবে
খুন ধর্ষণ কিম্বা থানায় বোমা মারো।


রচনাকালঃ ১৯/০৬/২০১৫