চণ্ডী চরণ দাস ছিল
হাসতে হাসতে হাস হল,
এটাই যদি সত্যি হয়
হাসতে মানুষ পাবে ভয়।

রাম গড়ুড়ের ছানা যারা
হাসি ছাড়া থাকতো তারা,
কেমন করে থাকতো ভাই
হাসি ছাড়া বাঁচা যায়?

হাসলে পরে প্রাণ খুলে
দুঃখ কষ্ট শিকেয় তুলে,
অসুখ বিসুখ ছেড়ে যায়
বাড়বে আয়ু মিথ্যে নয়।

কষ্ট যখন পাবে তুমি
সরে যাবে পায়ের জমি,
ঘর দরজা বন্ধ করে
হাসবে তুমি জোরে জোরে।

হাসির আমি হাসির তুমি
হাসির আছে রঙ্গভূমি,
হাসাও তুমি মজা করে
হাসি রাখ প্রাণে ধরে।

রাম গড়ুড়ের ছানারা সব
হাসির তরে হও সরব,
চণ্ডী চরণ দাস যারা
না হাসলে যাবে মারা।

সবাই এবার হাসবো জোরে
মরবোনা আর দুঃখ করে,
গাইবো সবে হাসির গান
সতেজ রেখে নিজের প্রাণ।



রচনাকাল : ১৮/০৬/২০১৫